Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বহমান তিস্তা নদী
স্থান

কালীগঞ্জ হাটের পূর্বে

কিভাবে যাওয়া যায়

Crossing the Thakurganj-Kaliganj border along the border in the north-east corner, reaching the bank of river Teesta, the river flowing through Kaliganj Hat reached.

যোগাযোগ

0

বিস্তারিত

পশ্চিম অংশাত্তক এই বড় তিস্তা নদীটি ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশে-ভারত যৌথবাঁধ হযে ছাতনাই কলোনী পর্য়ন্ত বয়ে গেছে। এ নদীতে ছোট ছোট নৌকায় জেলেরা মাছ ধরে। নদীটির পূর্ব তীরে ভারতের সীমারেখা বরাবর সুবিস্তারিত কাশবন। গ্রামাঞ্চলে কুড়েঘরের বেড়া এবং চাল তৈরীতে কাশ সরবরাহ করা হয়। এছাড়াও নদী থেকে পাথর উত্তলন করে বিক্রি করে অনেকে জীবনধারণ করে। এ নদীতে প্রচুর বৈড়াল মাছ এবং মলা মাছ ধরা পড়ে। নদী তীরবর্তী অঞ্চলের মানুষগুলোর বেশিরভাগ মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। পশ্চিম ছাতনাই ইউনিয়নের তিস্তার এই বিশেষ অংশটি ভালই উপকারে আসে। এবং সেই সাথে এটিই প্রধান দর্শণীয় স্থান বলে খ্যাত।