কালীগঞ্জ হাটের পূর্বে
ঠাকুরগঞ্জ থেকে প্রধান সরক দিয়ে উত্তর-পূর্ব কোণে কালীগঞ্জ হাট পেরিযে বাঁধ পেরিযে তিস্তার তীরে পৌছানো যায়।
0
ভারত থেকে বেড় হয়ে এসে সর্বপ্রথম তীস্তা নদীটি পশ্চিম ছাতনাই ইউনিয়নে প্রবেশ করে। বর্ষাকালের গ্রাসমুখ থেকে ভারত বাংলাদেশ সমবিত একটি বাঁধ নির্মাণ করে। যা ভারত-বাংলাদেশ যৌথ বাঁধ নামে ক্ষ্যাত। নদীটি একে বেঁকে পূর্ব ছাতনাই ইউনিয়নে পৌছে। এনদীতে প্রচুর মৌকামাছ এবং বইড়াল মাছ ধরা পড়ে। নদী তীরবর্তী মানুষ গুলোর অধিকাংশ মাছ থেকে
আয় করে থাকে। বিপরীত তীরে অসীম সীমা পর্যন্ত বিস্তৃত কাশবন। তার গাঘেসে ভারতের কৃত্রিম শালবন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস