Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

এক নজরে ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন

 

১ নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন

 

 

 

একনজরে

 

 

মানচিত্রেইউনিয়ন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ঐতিহাসিকপটভূমি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১নং পশ্চিম ছাতনাই , ১৯৬০ইংসালেপ্রতিষ্ঠিত।

 

 

মৃড়.JPG

 

 

 

 

 

উত্তরে ভারত, দক্ষিণে বালাপাড়া, পূর্বে পূর্বছাতনাই, পশ্চিমে ভারত।

 

পশ্চিম ছাতনাই ইউনিয়ন বাংলাদেশের একটি সীমান্তবর্তী ইউনিয়ন।এ ইউনিয়নের পশ্চিম এবং উত্তর দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত। ইউনিয়নের পশ্চিম দিকে ভারত হতে বয়ে আসা নদীটি বুড়ি তিস্তা নামধারণ করে একেবেকে বয়ে গেছে এবং ইউনিয়নের সর্বউত্তরে ভারত থেকে বের হয়ে আসা নদীটির নাম বড় তিস্তা। এই বড় তীস্তা ভারত এবং পশ্চিম ছাতনাই ইউনিয়নের জন্য সর্বগ্রাসী বড় নদী। বর্ষাকালে নদীভাঙ্গন ঘটলে এ ইউয়নের অনেকাংশ বন্যার দুরাবস্থায় ভুগত। এজন্য ভারত এবং বাংলাদেশের যৌথ প্রচেষ্টাতে যোথ বাঁধ নির্মিত হয়। উপমহাদেশীয় শাসনব্যবস্থার পরবর্তীকালে পাক-ভারত উপমহাদেশের সর্বত্র ব্যবসায়িক লেনদেন, সংস্কৃতি এবং বিভিন্ন লোকাচার ঘটত এ ইউনিয়নে। অর্থাৎ এ ইউনিয়নের সংঙ্গে পাশ্ববর্তী ভারতের গভীর সম্পর্ক ছিল। তাছাড়াও সে সময় এ ইউনিয়নে হিন্দুই ছিল বেশি। হিন্দুস্থান এবং পাকিস্থানে বিভক্ত হওয়ার পর এ ইউনিয়নে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। স্বয়সম্পত্তি এবং আবাসস্থলের বিনিময়ের মাধ্যমে সে বিবেধের সমাধান করে। ফলে এ ইউনিয়নে মুসলমানদের আগমন ঘটে।সুযোগ সুবিধা বঞ্চিত ছিল বলে এ ইউনিয়নের নাম ছাতনাই।

* পাকভারতীয় ওবৃটিশ  সাসনামলের আগে এ ইউনিয়নে ছাতন গাছ বেশি ছিল বলে এ

   ইউনিয়নের নামকরন করা হয়েছে ছাতনাই ।

 

 

আয়তন-৯:৩৪৫বর্গকি:মি:

 

গ্রামেরসংখ্যা-০৪টি।

১।পশ্চিম ছাতনাই  ২।ঠাকুরগঞ্জ৩।মধ্যছাতনাই৪।কালীগঞ্জ 

 

মৌজা-০৩টি।

১।ঠাকুরগঞ্জ২।কালীগঞ্জ৩।মধ্যছাতনাই

 

হাটবাজার-০৩টি।

১। ঠাকুরগঞ্জ, ২। কালীগঞ্জ, ৩। আসাদগঞ্জ,

লোকসংখ্যা:-২৫০৯০ জন

যোগাযোগ ব্যবস্থা:-

          পাকা রাস্তা:-১২কি:মি:, কাঁচা রাস্তা-৬৫কি:মি:।

১।দর্শনীয় স্থান:-তীস্তা যৌঁথ বাধ (জিরো পয়েন্ট)।

 

২।সাংগঠিক কাঠামো: নেই

ইউনিয়নের কার্যাবলী :-নিয়মিতভাবে কার্যাবলী হইতেছে ।

৩। বর্তমান চেয়ারম্যান:- মো: আনোয়ারুল হক সরকার

মোবাইল নং-০১৭১৮৩০০১৫৪

ই-মেইল-anwarulhaque92@yahoo.com

জনাব মো: আনোয়ারুল হক সরকার , তিনি শিক্ষা জীবন শেষ করেই ইউপি নির্বাচনে নির্বাচিত হয়ে সফলভাবে কার্য পরিচালনা করে আসছেন।        

৪। কাউন্সিলর গন:   ১। মো: আজিজুল ইসলাম ওয়ার্ড নং-১   

মোনাইল নং-  ০১৭৫৫১০১৮ ১০  

  

 

১।ইউনিয়নকেজানুন: